নিউইয়র্কের ব্রঙ্কস এভিনিউতে হট্টগোলের সময় দুই জন ছুরিকাঘাতে আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই জন। শুক্রবার রাত ১১ টা ৩০ এর দিকে ব্রুকলিনে হাউজিং এলাকায় লিনডেন হাউজে এ গোলাগুলির ঘটনা ঘটে।পুলিশের মতে লোকগুলো মাতাল ছিল।
ছুরিকাঘাতে আহত দুজনের একজনের বয়স ৩১ এবং অন্যজনের বয়স ৪৬ বছর। একজনের বুকে এবং অন্যজনের তলপেটে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশের এক মুখপাত্র জানায়, শুক্রবার রাত ৭ টার দিকে একজনের ডান গোড়ালিতে গুলি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
অন্যদিকে সকালে লুগো লাউঞ্জে ২৮ বছর বয়স্ক একজনের ডান পায়ে গুলি করা হয়। তাকে ব্রুকডালে হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক নয়। পুলিশ এখন কাউকে আটক করেনি, কিন্তু অনুসন্ধান চলছে।
পুলিশ আরও জানায়, আ্যাস্টোরিয়াতে ১১৪ তম প্রিসেন্টে ভোরের দিকে এ গোলাগুলির শব্দ পাওয়া যায়। কিন্তু এতে কারও আহত হওয়ার কোন রিপোর্ট পাওয়া যায় নি।