নিউইয়র্কে ইলহামের সিরাত বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিউইয়র্ক প্রতিনিধি:
ইন্সটিটিউট অব লিটারেচার এন্ড হিউম্যান অ্যাকমপ্লিশমেন্ট অব ম্যোরালিটি বা ইলহামের আয়োজনে নিউইয়র্কের ব্রঙ্কসে সিরাতুন্নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩০ অক্টোবর)ইলহামের সেক্রেটারি মাওলানা হামিদুর রহমান আশরাফের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন হাফিজ মাহবুবুর রহমান। কুরআনুল কারিমের তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অর্গানাইজিং সেক্রেটারি মাশুক আহমদ। সিরাতের ওপর মূল আলোচনা উপস্থাপন করেন ইলহাম প্রেসিডেন্ট মাওলানা রশীদ জামীল।

সেমিনারে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মাওলানা শুআইব জামাল উদ্দিন, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা কবির আহমদ, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা জাহিদুর রহমান, হাফিজ মাওলানা সাজ্জাদুর রহমান।

সেমিনারে আলোচকরা বলেন, নবিজির সিরাত আলোচনা শুধু রবিউল আউয়ালেই সীমাবদ্ধ রাখলে হবে না। বছরের ৩৬৫ দিনই নবিজীবন আলোচনা করতে হবে। নবির আদর্শ শুধু রবিউল আউয়ালের জন্য নয়। যাঁকে কেন্দ্র করে জগতের আয়োজন, যাঁকে পাঠানোর জন্য পৃথিবীকে সাজানো, আদম থেকে ইসা, সোয়ালাখ নবি-রাসুল আলাইহিমুস সালাম যাঁর নবুওয়াতের নুরের ঝলক, আল্লার পরেই যাঁর মর্যাদা, সেই মহান সত্ত্বা, বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা প্রতিদিন প্রতি মুহূর্তে হওয়া দরকার। বিশ্বশান্তির প্রেসক্রিপশন একমাত্র নবিজীবনেই নিহিত। সুতরাং শান্তি চাইলে মিলাদ-সিরাত বিতর্ক বাদ দিয়ে শান্তির সূত্রগুলো নবিজীবন থেকে মুখস্থ করতে হবে।

সেমিনার শেষে বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন হাফিজ মাহবুবুর রহমান।

এ জাতীয় আরো সংবাদ

আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তির মর্যাদা সম্পর্কে নবীজি সা. যা বলেছেন

নূর নিউজ

ব্যক্তিগত হজ প্যাকেজ সাড়ে ৪ লাখ টাকার কম হতে পারবে না: হাব

নূর নিউজ

ভারতের সেই সাহসী মুসকানের নামে স্কুল প্রতিষ্ঠার ঘোষণা জমিয়তের

নূর নিউজ