নভেম্বরে তুরস্কে হবে সংসদ নির্বাচন। আর এ নির্বাচনের পর ইসরাইল সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগানের। খবর মিডেল ইস্ট আইয়ের।
মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডেল ইস্ট আইয়ের কাছে এমন তথ্য দিয়েছে তুরস্কের একজন উচ্চপদস্থ কর্মকর্তা।
২০০৫ সালে সর্বশেষবার ইসরাইল সফরে গিয়েছিলেন এরদোগান। তখন তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।
এদিকে মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের মাঝে আলাদাভাবে ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের সঙ্গে একটি বৈঠকে বসছেন প্রেসিডেন্ট এরদোগান।
এর মাধ্যমে ২০০৮ সালের পর প্রথমবারের মতো কোনো ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন তিনি।
সাম্প্রতিক সময়ে ইসরাইলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন এরদোগান।
কয়েকদিন আগে নতুন করে ইসরাইলে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার দিয়েছে তুরস্ক। তাছাড়া ইসরাইলও তুরস্কে রাষ্ট্রদূত পাঠাতে যাচ্ছে।
২০১০ সালে তুরস্কের ত্রাণবাহী একটি জাহাজে হামলা চালায় ইসরাইল। এতে নয়জন তুর্কি নাগরিক নিহত হন। এরপর ২০১১ সালে তুরস্কে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূতকে বহিস্কার করে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আঙ্কারা।
২০১৬ সালে সম্পর্কে জোড়া লাগলেও সেটি ভঙ্গুর ছিল। কিন্তু বর্তমানে সম্পর্ক গভীর করার পথে আছে তুরস্ক-ইসরাইল।
সূত্র: মিডেল ইস্ট আই