নির্বাচন তুরস্কে জাগরণের সৃষ্টি করবে

তুরস্কে আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৪ মে। এ নির্বাচন তুরস্কে জাগরণের সৃষ্টি করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান।

তিনি প্রতিশ্রুতি দেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১১ প্রদেশে নতুন করে সব অবকাঠামো তৈরি হবে। খবর দ্যা হুরিয়াতের।

রোববার বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এসব কথা বলে এরদোগান।

তুর্কি প্রেসিডেন্ট তার একে পার্টির নেতাকর্মীদের বলেন, এবারের নির্বাচন বেশ কঠিন হবে। নির্বাচনের আর মাত্র ৪২ দিন বাকি, আপনারা এখন থেকেই প্রস্তুতি নিন।

এরদোগান বলেন, আপনার ওপর আমার বিশ্বাস আছে, আগামী নির্বাচনেও একে পার্টিকে জয়যুক্ত করে তুরস্কে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন।

 

এ জাতীয় আরো সংবাদ

রমজানে একাধিকবার ওমরা করা যাবে না

নূর নিউজ

কোরআনে বর্ণিত কারুনের প্রাসাদ কোথায়

নূর নিউজ

ট্রাম্প হেরে গেলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে ‘আমার মোটেও আস্থা নেই’ : বাইডেন

নূর নিউজ