নির্বাচন নিয়ে ওআইসির সঙ্গে আওয়ামী লীগের বৈঠক

জাতীয় নির্বাচন নিয়ে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তিন সদস্যের ওআইসি নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে এ বৈঠক হয়।

বৈঠকে ওআইসির পক্ষে নেতৃত্ব দেন সংস্থাটির সেক্রেটারি জেনারেল ফর পলিটিক্যালের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ইউসুফ মোহাম্মদ আল দুবাই। আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল আলম চৌধুরী নওফেল, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক কবি কামাল আব্দুল নাসের চৌধুরী, আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়সা সিদ্দিকা ও তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ।

এ জাতীয় আরো সংবাদ

রমজান মাসে খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

নূর নিউজ

সরকার গায়ের জোরে একতরফা নির্বাচনের দিকে যতই এগুচ্ছে সংকট তত ঘণিভূত হচ্ছে

নূর নিউজ

পবিত্র কুরআন পড়ানোর ঘটনায় সুইডেনের রাষ্ট্রদূতকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিবাদ

নূর নিউজ