নীলক্ষেতে বইয়ের মার্কেটে ভয়াবহ আগুন

রাজধানীর নীলক্ষেতের বাকুশা হকার্স মার্কেটের বইয়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মী ও ব্যবসায়ীরা এক হয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৮টা এই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে আরটিভিকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, নীলক্ষেত মোড় বাকুশা হকার্স মার্কেটে বইয়ের দোকানে আগুন লেগেছে। রাত ৭টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট ও পরে আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

তবে আগুনে ওই মার্কেটের অনেক দোকানের হাজার হাজার বই পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। অনেক ব্যবসায়ী আগুন থেকে রক্ষা করতে বই নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছেন।

এ জাতীয় আরো সংবাদ

ইমরান খানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

আনসারুল হক

মাওলানা লুৎফুর রহমান মারা গেছেন

নূর নিউজ

নির্বাচন দেখতে চান ২২৭ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক

নূর নিউজ