আমিনুল হক কাজল,কাাতার প্রতিনিধি
কর্মসংস্থান সৃষ্টি, দেশকে ইতিবাচকভাবে প্রবাসে প্রতিনিধিত্ব করার পাশাপাশি ট্রাভেল ও ট্রুরিজম সেক্টরে প্রবাসী বাংলাদেশীরা ক্রমাগত অবদান রাখছে। এরই ধারাবাহিকতা রক্ষা করে চলেছে নুজুম গ্রুপও। গতকাল (২৩ নভেম্বর ২০২৩) রাত আটটা ত্রিশ মিনিটে রাজধানী দোহার বাংলাদেশী অধ্যূষিত ফিরোজ আব্দুল আজিজ এলাকায় ফিতা কেটে নুজুম গ্রুমের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান নুজুম ট্রাভেল এন্ড ট্যুরিজম-এর ৩য় শাখার উদ্বোধন করেন বাংলাদেশ থেকে আগত বিশেষ মেহমান ইসলামিক সঙ্গীত জগতের প্রখ্যাত কন্ঠ শিল্পি শেখ এনাম।
নুজুম গ্রুমের চেয়ারম্যান হাফেজ মাওলানা শাহাদাত হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের পরিচালনা করেন গ্রুপের ফাইনান্স ডিরেক্টর হাফেজ মাওলানা তাজ উদ্দিন আহমেদ।মার্কেটিং ডিরেক্টর হাফেজ মাওলানা কেফায়েত উল্লাহর কোরআন কারীম তেলাওয়াতের মাধ্যমে শুরু আলোচনা পর্ব।
বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত ইসলামী সঙ্গীত জগতের তারকা শিল্পী আবু ওবায়দা, আহমদ আব্দুল্লাহ, মাহমুদ হুজাইফা এবং শাই.টি এর চেয়ারম্যান মাওলানা সাজ্জাদ হোসাইন সজীব, সাংবাদিক মাহমুদুল হাসান ও মাওলানা নুহ বিন হুসাইন ।
অতিথিবৃন্দ ও প্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা জানিয়ে নুজুম ট্রাভেল এর পক্ষে বক্তব্য রাখেন নুজুম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল হাসান চৌধুরী, পরিচালক জামাল উদ্দিন, মাওলানা শরীফ উদ্দিন সহ আরো অনেকে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুজুম গ্রুপের ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল হাসিব চৌধুরী, এডমিন ডিরেক্টর হাফিজুর রহমান নাহিদ, পারচেজ ডিরেক্টর শাহ মাসুম খাদেম, অনারেবল ডিরেক্টর হাফেজ মোহাম্মদ হাসান, হাফেজ মাওলানা আবুল মাজিদ, হাফেজ মাওলানা আশরাফ, হাফেজ মাওলানা নূরে আলম জাহাঙ্গীর, লোকমান আহমদ, আল নূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা ইউসুফ নূর, বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম.আমিনুল হক ।
ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘ব্যবসার চেয়ে এ প্রতিষ্ঠানে সেবাকে প্রধান্য দেওয়া হবে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের সেবাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে আমরা অবিচল থাকব ইনশা আল্লাহ।’
পরিচালক জামাল উদ্দিন নুজুম ট্রাভেলস এর বিশেষ অফার ও সেবা গ্রহণ করার জন্য প্রবাসীদের আহবান জানান।
আন্তর্জাতিক ক্বেরাত সংস্থার কাতার শাখার সভাপতি হাফেজ মাওলানা ক্বারী ইউছুফ এর দোয়া পারিচালনার মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।