ন্যান্সি পেলোসির সফর নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় চীন

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফর সামনে রেখে তাইওয়ানের ওপর নো ফ্লাই জোন প্রতিষ্ঠা করতে পারে চীন।

এমনটিই আশঙ্কা করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। আগামী মাসে তার এই সফর করার কথা রয়েছে। খবর রয়টার্সের।

চীন এই পদক্ষেপ নিলে স্পিকার পেলোসির সফর গোলমেলে অবস্থার মধ্যে পড়তে পারে। আসন্ন সফরকে ঘিরে এরই মধ্যে আমেরিকা এবং চীনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

মার্কিন প্রশাসন এও আশঙ্কা করছে যে, ন্যান্সি পেলোসির সফরের সময় চীন তাইয়ানের ওপর তার যুদ্ধবিমান ওড়াতে পারে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে পেলোসি তাইওয়ান সফর করতে পারেন বলে অন্তত তিনটি সূত্রে জানা গেছে।

সম্প্রতি আমেরিকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আইনপ্রণেতা তাইওয়ান সফর করেছেন, তবে ন্যান্সি পেলোসির সফর হবে গত ২৫ বছরের মধ্যে আমেরিকার সর্বোচ্চ কোনো আইনপ্রণেতার পক্ষে প্রথম তাইওয়ান সফর।

এর আগে ১৯৯৭ সালে রিপাবলিকান দলের প্রতিনিধি পরিষদের স্পিকার নিউট গিঙরিচ তাইওয়ান সফর করেন।

এ জাতীয় আরো সংবাদ

পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা আতাউল মুহাইমিন ইন্তিকাল করেছেন

আলাউদ্দিন

ইরানের ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না: জো বাইডেন

আলাউদ্দিন

ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিল রাশিয়া!

নূর নিউজ