পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে তিন দফা কর্মসূচি ঘোষণা করেছে ‘জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র (জাসাক)’। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে কবি আল্লামা মুহিব খান এ কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচিগুলো হলো:
১. র্যালি:
সকাল ৯টায় পল্টনের মুক্তাঙ্গন থেকে ‘বাংলা নবযাত্রা ১৪৩২’ শীর্ষক এক বর্ণাঢ্য র্যালি বের হবে। র্যালিটি প্রেসক্লাব, ঈদগাহ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হয়ে শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হবে।
২. বাঙালি মেজবান:
দুপুর ১২টা থেকে জাতীয় মৎস্য ভবন সড়ক প্রাঙ্গণে আয়োজন করা হবে ঐতিহ্যবাহী ‘বাঙালি মেজবান’। এতে থাকবে দেশীয় খাবারের আয়োজন, সবার জন্য উন্মুক্ত।
৩. সাংস্কৃতিক উৎসব:
বিকেল ৩টা থেকে রাত পর্যন্ত একই স্থানে অনুষ্ঠিত হবে ‘বাংলা সাংস্কৃতিক উৎসব’। থাকবে দেশীয় সংগীত, কবিতা ও ঐতিহ্যভিত্তিক আলোচনা।
সবার অংশগ্রহণে বাঙালির নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছে জাসাক।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তন, সেগুনবাগিচা ঢাকা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় সংস্কৃতিক কেন্দ্রের সভাপতি জাগ্রত আল্লামা মুহিব খান, সিনিয়র সহ-সভাপতি রশিদ আহমদ ফেরদাউস, সহ-সভাপতি শাঈখ মুহাম্মদ উছমান গনি , সাধারণ সম্পাদক কাউসার আহমদ সুহাইল, মুহাম্মদ বদরুজ্জামান, মাওলানা আফজাল হোসাইন, মুফতি ইমরানুল বারী সিরাজী, আনাস রওশন, ইয়াসিন হায়দার, মাইনুদ্দিন ওয়াদুদ, হাসিব আর রহমান, রায়হানুল কাবির, হাকীম আজহারুল ইসলাম নো’মানী, আব্দুল হান্নান প্রমুখ।