পাকিস্তানের পর এবার জাপানে ভয়াবহ ভূমিকম্প!

জাপানের রাজধানী টোকিও এবং আশপাশের এলাকায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো। বৃহস্পতিবারের ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১। এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্র বিন্দু ছিল রাজধানী টেকিওর পূর্বাঞ্চলের চিবা শহর। স্থানীয় সময় রাত ১০টা ৪১ মিনিটের দিকে চিবার ৮০ কিলোমিটার ভূগর্ভে উৎপত্তি হয়। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়নি।

শক্তিশালী ভূমিকম্পের পর সতর্কতা হিসেবে বুলেট ও লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে ঘর থেকে রাস্তায় নেমে আসতে দেখা যায়। তবে কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন। জাপানে প্রায় সময় ভূমিকম্প আঘাত হানে।

এ জাতীয় আরো সংবাদ

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই লেবাননে হামলা ইসরায়েলের

নূর নিউজ

মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ো, নইলে মৃত্যুর জন্য প্রস্তুত হও: তালেবান

আলাউদ্দিন

মালয়েশিয়ায় ৬২ বাংলাদেশিসহ শতাধিক অবৈধ অভিবাসী আটক

আনসারুল হক