পানের সাথে জর্দা খাওয়া কী বৈধ?

পানের সাথে প্রায় অধিকাংশ মানুষই জর্দা খান। আর জর্দা সম্পর্কে প্রচলিত আছে এটি নেশা জাতীয় দ্রব্য যা খাওয়া হারাম। আবার কেউ বলে মাকরূহ, কেউ বলে মুবাহ। অনেক এলাকায় মনে করা হয় যে ইমাম পানের সাথে জর্দা খায় তার পিছনে ইকতিদা করা যাবে না।

বিষয়টি নিয়ে অনেকেই দ্বীধা দ্বন্দ্বে থাকেন।

ফকিহগণের মতে, জর্দা খাওয়া হারাম নয় এবং জর্দা খায় এমন ইমামের পিছনে ইকতিদা করাও বৈধ। এতে কোনো সমস্যা মনে করা উচিত নয়। আর যে জিনিস বেশি খেলে নেশা হয় তা কম খাওয়াও হারাম এ কথার দ্বারা মাদকদ্রব্য উদ্দেশ্য। জর্দা উদ্দেশ্য নয়। সতুরাং পানের সাথে জর্দা খাওয়া যাবে। আর কোনো ইমাম পানের সাথে জর্দা খেলে তার পেছনে নামাজ পড়া যাবে।

এ জাতীয় আরো সংবাদ

সর্দির পানি পবিত্র নাকি অপবিত্র?

নূর নিউজ

বিশ্ব ঐতিহ্য তালিকায় প্রাচীন মসজিদের শহর বাগেরহাট

নূর নিউজ

নামাজের সিজদায় যে ফজিলত লাভ হয়

নূর নিউজ