পাবলিক পরীক্ষায় ইসলামী শিক্ষা না রেখে গুরুত্বহীন করে দিয়েছে সরকার

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, মানুষের ভোটাধিকার ও নাগরিক অধিকার বঞ্চিত করার পরিণাম কখনো সুখকর হয়না। ইতিহাস সেটা সাক্ষী। তিনি বলেন, দুর্নীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠায় ইসলামের বিকল্প নেই। তিনি বলেন, সিলেবাস থেকে সরকার কৌশলে ইসলামী শিক্ষা সংকোচনীতি গ্রহণ করেছে সরকার। ইসলামী শিক্ষাকে সিলেবাসে রাখা হলেও পাবলিক পরীক্ষা হবে না। এভাবে ইসলামী শিক্ষার গুরুত্ব ধ্বংস করে দিয়ে ছাত্র ও যুব সমাজকে ইসলামবিমুখ করার চক্রান্ত চলছে। অপরদিকে ডারউইনের নাস্তিক্যবাদী মতবাদ সিলেবাসে অন্তর্ভূক্ত করে নতুন প্রজন্মকে নাস্তিক্যবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিরানব্বই ভাগ মুসলমানের দেশে সরকারের এহেন ইসলামবিরোধী যে কোন সিদ্ধান্ত ঈমানদার জনতা মেনে নেবে না।

আজ সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে শহরের শহিদ সালাম কমিউনিটি সেন্টারে আয়োজিত তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের জেলা সভাপতি প্রিন্সিমাল মাওলানা নূরুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ইসলাম ও সৌদী কেন্দ্রীয় শাখার সভাপতি আল্লামা শায়খ মিজানুর রহমান। এছাড়াও জেলা নেতৃবৃন্দ, সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন।

এ জাতীয় আরো সংবাদ

মাদরাসা-কারিগরি শিক্ষার্থীদের টিকা নেওয়ার সময় বেঁধে দিল সরকার

নূর নিউজ

নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব অনেকটাই কেটে গেছে

নূর নিউজ

“জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন” বাস্তবায়নে কাজ করবে হেফাজতের সাব কমিটি

নূর নিউজ