প্রখ্যাত ইসলামী অর্থনীতিবিদ ড. আলী আল সালুসের ইন্তেকালে মুসলিম বিশ্বে শোকের ছায়া

ইসলামি অর্থনীতিবিদ ড. আলি আল-সালুস ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৯ বছর। তিনি মুসলিম বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ফিন্যান্স ও অর্থনীতি বিষয়ে পাঠ করে আসছিলেন। খবর আল জাজিরার।

গত বুধবার (২৬ জুলাই) কাতারের দোহায় আছর নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হয় এবং মুসাইমির কবরস্থানে দাফন করা হয়।

ড. আলি বিন আহমদ আলি আল-সালুস ১৯৩৪ সালে মিসরে জন্মগ্রহণ করেন। কায়রোর বিশ্বখ্যাত কুল্লিয়াতু দারুল উলুম থেকে ১৯৫৭ সালে লিস্যান্স ও ১৯৬৯ সালে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

১৯৭৫ সালে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ সময় তিনি মিসরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। এরপর কুয়েতের হাই স্টাডিজ ইনস্টিটিউটে কয়েক বছর শিক্ষকতা করেন। ১৯৮১ সাল থেকে কাতার বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ ফ্যাকাল্টিতে আমৃত্যু অধ্যাপনা করেন।

এ সময় তিনি ফিকাহ ও উসুল বিষয়ক শিক্ষক ছিলেন। তাঁর উল্লেখযোগ্য শিক্ষকদের মধ্যে ছিলেন শায়খ মুস্তফা জায়েদ, শায়খ মুহাম্মদ আবু জাহরা, শায়খ মুস্তফা জায়েদ, শায়খ আলি হাসবুল্লাহ, শায়খ মুহাম্মদ আল-মাদানি ও শায়খ উমর আল-দাসুকি।

ইসলামিক অর্গানাইজেশন অব কো-অপারেশন (ওআইসি)-এর ফিকাহ বোর্ডের ফিকাহ ও অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ও মুসলিম ওয়ার্ল্ড লিগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তা ছাড়া তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের দি এসেম্বলি অব মুসলিম জুরিস্ট-এর প্রথম ভাইস প্রেসিডেন্ট, লন্ডনে অবস্থিত কাতার ইসলামিক সেন্টারের ট্রাস্টি, মিসরের শরিয়া কমিশন ফর রাইটস অ্যান্ড রিফর্মের প্রধান। সর্বশেষ তিনি দীর্ঘ ৪৩ বছর কাতার বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ছিলেন।

ড. আলি আল-সালুস ইসলামী ফিকাহ, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ে বেশ কিছু গ্রন্থ রচনা করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হলো, ফিকাহুল শিয়াহ আল-ইমামিয়্যাহ মাওয়াদিয়ুল খিলাফ বাইনাহু ও বাইনাল মাজাহিবিল আরবায়াহ, আসরুল ইমামাহ ফিল ফিকহিল জাফরি ওয়া উসুলিহি, আল-ইমামাতু ইনদাল জাফারিয়্যাহ ওয়াল আদিল্লাতু মিনাল কোরআনিল আজিম, হুকমু আমালিল বুনুকি ফিল ফিকহিল ইসলামি, আল-মুয়ামালুতুল মালিয়্যাহ আল-মুয়াসারাহ ফি মিজানিল ফিকহিল ইসলামি, মাওসুয়াতুল কাজায়া ফিকহিয়্যাহ আল-মুয়াসারাহ ওয়াল ইকতিসাদিল আল-ইসলামী ইত্যাদি।

তার মৃত্যুতে সারা বিশ্বের ইসলামিক স্কলাররা বিশেষত আরব বিশ্বের ইসলামী ব্যক্তিত্ব শোক জানিয়েছেন। তার শূন্যস্থান পূরণ হবার নয় বলেও মন্তব্য করেন তারা।

এ জাতীয় আরো সংবাদ

বিমানবন্দরে মুরগির পেটে পি’স্তল নিয়ে ধরা

নূর নিউজ

গোল্ডেন ভিসা প্রক্রিয়া সহজ করল আরব আমিরাত

নূর নিউজ

ইসরাইলের জন্য আকাশপথ নিষিদ্ধ করল সৌদি আরব

আনসারুল হক