বাংলাদেশ ব্যাংক এখন প্রতি ডলার ১০০ টাকায় বিক্রি করছে।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, ‘আমদানির অর্থ পরিশোধে সহায়তা করতে গতকাল দেশের ব্যাংকগুলোর কাছে ৭৮ মিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।’
এই প্রথম প্রতি ডলার ১০০ টাকায় বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সরকার ও ব্যবসায়ীদের আমদানি বিল পরিশোধের সুবিধার্থে গত ২ বছর ধরে বাজারে প্রচুর পরিমাণ ডলার ছেড়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে বাজারে প্রায় সাড়ে ৭ বিলিয়ন ছাড়া হয়েছে।
ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা টাকার বিনিময় হার গত ১ বছর ধরে চাপে আছে। এর ফলে গত বছর একাধিকবার কেন্দ্রীয় ব্যাংক ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন করতে বাধ্য হয়। এতে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ কমে গতকাল মঙ্গলবার ৩৩ দশমিক ৭ বিলিয়ন ডলারে এসে ঠেকেছে। এক বছর আগে এর পরিমাণ ছিল ৪৪ দশমিক ৪ বিলিয়ন ডলার।