প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ, নির্বাচন ও নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। শনিবার (১৯ আগস্ট) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের এ তথ্য জানান। সাক্ষাতের সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে তিনি জানান।

এম শাখাওয়াত মুন বলেন, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সেইসঙ্গে সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ জানান তিনি। এসময় গণতন্ত্র ও নির্বাচনকালীন সরকার নিয়েও আলোচনা হয়েছে বলে শাখাওয়াত মুন জানান।

এ জাতীয় আরো সংবাদ

পীরজঙ্গী মাদরাসার মুহতামিম মাওলানা ছফিউল্লাহ আর নেই

আনসারুল হক

শিরীন শারমিনের সঙ্গে সৌদির শুরা কাউন্সিলের স্পিকারের সাক্ষাৎ

নূর নিউজ

কাজে না ফেরা পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নূর নিউজ