আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি :
কাতার প্রবাসী বাংলাদেশীদের সম্মানে কাতার সরকারের আওক্বাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ওয়াকরা শহরের উন্মুক্ত স্থানে অস্থায়ী তাবুতে রমজান মাহফিল ও ইফতারে আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিল কাতারে বাংলাদেশী ইসলামী সংগঠন কুরআন সুন্নাহ পরিষদ। বিকাল চারটায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
সংগঠনের সভাপতি হাফেজ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী আহমদ হোসাইন।
ইসলাম বিষয়ক মৌখিক প্রশ্নোত্তর প্রতিযোগিতা পরিচালনা করেন যথাক্রমে সহকারী সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, হাফেজ ইউসুফ চৌধুরী, কর্মপরিষদ সদস্য নূর আলম বাবুল ও পরামর্শ সভার সদস্য মাওলানা খতিবুর রহমান।
উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন সুন্নাহ পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ রেজাউল করিম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।
প্রশ্নোত্তর প্রতিযোগিতায় বিজয়ী শাফেয়ী শাখার শহীদ হোসাইন, নাসায়ী শাখার মোহাম্মদ মোস্তফা, ইবনুল কাইয়্যুম শাখার হাসিবুল ইসলাম ও ইমাম নাসায়ী শাখার জামিল হোসেনকে চার টি মোবাইল ও অংশগ্রহণকারী বিশ জনকে আওক্বাফ কর্তৃক উপহার প্রদান করা হয়।