প্রবাসী আয়ের ছন্দপতন কিছুতেই থামছে না

বাংলাদেশে ব্যাংকের তথ্য মতে, ফেব্রুয়ারি মাসে দেশে ১৪৯ কোটি ৬০ লাখ ডলার প্রবাসী আয় পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১২ হাজার ৮৬৫ কোটি টাকা। এটি বিগত ২১ মাসে সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের এপ্রিল মাসে ১০৯ কোটি ২৯ লাখ ডলার প্রবাসী আয় দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা।

এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে ১৭০ কোটি ৪৩ লাখ ডলার প্রবাসী আয় আসে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৪ হাজার ৬০০ কোটি টাকা।

এবিষয়ে খাত সংশ্লিষ্টরা জানান, জানুয়ারির তুলনায় দেশে প্রবাসী আয় কমার বেশ কিছু কারণ রয়েছে। অনেক প্রবাসীই করোনা মহামারির কারণে দেশে আটকা পড়েছিলেন। তারা এখন কাজে ফিরছেন। তারা পুরোদমে কাছে ফিরতে প্রবাসী আয় বাড়বে। পাশাপাশি অনেক দেশ নতুন করে কর্মী নিয়োগ করছে।

এদিকে ২০২২ সাল থেকে সরকার প্রবাসী আয় প্রবাহের নগদ প্রণোদনা ২ শতাংশ থেকে বাড়িয়ে ২ দশমিক ৫০ শতাংশ করেছে। এ উদ্যোগের কারণে সামনের দিনগুলোয় প্রবাসী আয় বাড়াবে।

এ জাতীয় আরো সংবাদ

কাতারে কুরআন শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির ইফতার মাহফিল

নূর নিউজ

কাতারে আল নূর সেন্টারের মহিলা বিভাগের কর্মশালা অনুষ্ঠিত

আনসারুল হক

কাতারে আওয়ামী লীগের জেল হত্যা দিবস পালন

আনসারুল হক