প্রায় দুই হাজার জনের সদস্যপদ বাতিল করেছে তালেবান

প্রায় দুই হাজার জনের সদস্যপদ বাতিল করেছে তালেবানের শুদ্ধিকরণ কমিশন। অগ্রহণযোগ্য আচরণের জন্য তাদের সদস্যপদ বাতিল করা হয় বলে শনিবার আফগানিস্তানের স্থানীয় খামা নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।

তালেবানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র ইনামুল্লাহ সামাঙ্গানী এক টুইটার পোস্টে জানান, যাদের সদস্যপদ বাতিল করা হয়েছে তাদের মধ্যে কয়েকজন অধিদপ্তরের প্রধানও রয়েছেন।

শুদ্ধিকরণ কমিশনের তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইনামুল্লাহ সামাঙ্গানী জানিয়েছেন।

তালেবান সদস্যরা সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছে কী না এবং নিয়মনীতি না মানছে কী না তা পর্যবেক্ষণের জন্য সম্প্রতি শুদ্ধিকরণ কমিশন গঠন করা হয়।

এর আগে, তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা হিবতুল্লাহ্ আখুন্দজাদা তালেবানের কর্মকর্তাদের প্রভাবশালী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের সদস্যপদ বাতিলের কথা বলেছিলেন।

একইসঙ্গে শুদ্ধিকরণ কমিশনের প্রধান লুৎফুল্লাহ হাকিমিও জনগণকে তাদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছিলেন। তালেবানের নাম ভাঙিয়ে জনগণের ওপর দুর্বব্যবহারকারীদের চিহ্নিত করার আহ্বানও জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরো সংবাদ

ইসরায়েলের কাছে ৭৩৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

আনসারুল হক

রমজানে মুসলিমদের শুভেচ্ছা জানিয়ে যা বললেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

নূর নিউজ

শেভেনিং স্কলারশিপের আবেদন শুরু

নূর নিউজ