প্রিয় নবীর ভালোবাসায় ৪০ বছর মদিনায় আগতদের আপ্যায়ন করা শায়েখ ইসমাইল আল-জায়ীম আবুস সিবা’ আর নেই

ইন্তেকাল করলেন ৪০ বছর যাবত মদিনায় আগত হাজ্বিদের নিজ হাতে চা,কফি, গাওয়া ও খেজুর দিয়ে আপ্যায়ন করানোর জন্য পরিচিত মুখ শায়েখ ইসমাইল আল-জায়ীম আবুস সিবা’।

মঙ্গলবার (১৬ এপ্রিল) এই সিরিয়ান শায়েখের ইন্তেকাল হয়।

মদিনা মুনাওয়ারায় ৯৬ বছর বয়সে তার ইন্তেকাল হয়। তিনি আরবদের কাছে শায়েখ আবুস সিবা’ আস-সুরী নামে প্রসিদ্ধ ছিলেন।

সংবাদমাধ্যমের তথ্যমতে, শুধুমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে মসজিদে নববীতে আগত হাজ্বি ও রওজা যিয়ারতকারীদের ৪০ বছর যাবত তিনি চা, কফি, গাওয়া ও খেজুর দিয়ে নিজেই আপ্যায়ন করে আসছিলেন।

সূত্র: আল জাজিরা

এ জাতীয় আরো সংবাদ

১৭২ দিন পর অনশন ভাঙলেন ফিলিস্তিনি বন্দি

নূর নিউজ

ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে: যুক্তরাষ্ট্র

নূর নিউজ

এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন

নূর নিউজ