ফিলিপাইনের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘রাই’

ফিলিপাইনের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘রাই’। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ অঞ্চলের বহু মানুষ সরিয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলের দিকে টাইফুনটি দেশটির দক্ষিণাঞ্চলীয় এলাকা এবং সংযুক্ত কেন্দ্রীয় অংশে আঘাত হানবে।

এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬৫ কিলোমিটার থেকে সর্বোচ্চ ২০৫ কিলোমিটার পর্যন্ত বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস, ঝড়ো বাতাস এবং ধ্বংসাত্মক পরিস্থিতি হতে পারে। একই সাথে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধস হতে পারে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত অক্টোবরে দেশটির ঘূর্ণিঝড়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়। সূত্র : রয়টার্স, সিএনএন

এ জাতীয় আরো সংবাদ

মাত্র ৯৯ দিনে কুরআনের হাফেজ হলো ৮ বছরের ইয়াছিন আব্দুল্লাহ

আলাউদ্দিন

জাতীয় নির্বাচনে ৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি

নূর নিউজ

২২ জনের লাশ হস্তান্তর, অন্যদের ডিএনএ পরীক্ষা শুরু

নূর নিউজ