ফিলিস্তিন ইস্যুতে প্রধানমন্ত্রীর দৃঢ় অবস্থান অব্যাহত থাকবে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, আন্তর্জাতিক পর্যায়ে ফিলিস্তিন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অবস্থান অব্যাহত থাকবে।

রবিবার (২৪ মার্চ) ফিলিস্তিনের ফাতাহ মুভমেন্টের সেক্রেটারি জেনারেল জিবরাইল আল-রজবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ও ফাতাহ মুভমেন্ট‘র মহাসচিব গাজা উপত্যকায় চলমান সংঘাত নিয়ে মতবিনিময় করেন।

ড. হাছান মাহমুদ গাজা উপত্যকায় কঠিন মানবিক পরিস্থিতিতে শিশু ও নারীসহ বেসামরিক হতাহত এবং সেখানকার মানুষের কষ্টের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি এই যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সমন্বিত প্রচেষ্টার আহবান জানান।

এছাড়া, গাজা ও পশ্চিম তীরে পর্যাপ্ত মানবিক প্রবেশাধিকারসহ অবিলম্বে যুদ্ধবিরতির আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: ভয়েস অব আমেরিকা

এ জাতীয় আরো সংবাদ

ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সকলকে সাহসী ভূমিকা পালন করতে হবে: হেফাজত

নূর নিউজ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

নূর নিউজ

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ আজ উদ্বিগ্ন’

নূর নিউজ