ফেনী জেলা হেফাজত সভাপতি মাও. আবুল কাশেমের ইন্তেকালে শোক

নূর নিউজ: হেফাজতে ইসলাম বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি, ফেনী জহিরিয়া মসজিদের সাবেক খতিব, শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ.-এর বিশিষ্ট খলিফা মাওলানা আবুল কাশেম-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।
আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবুল কাশেম রহ. দ্বীনি ইলমের খেদমতের পাশাপাশি আমৃত্যু মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ঈমানী আন্দোলনে অনবদ্য ভূমিকা পালন করেছেন। তার ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন আধ্যাত্মিক ও ধর্মীয় অভিভাবক হারালো। আমরা হারালাম আরেকজন মুরুব্বী আলেম ও দ্বীনি রাহবার।

ছবি: মরহুম মাওলানা আবুল কাশেম

ফেনীর বরেণ্য এই আলেমের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর শাহী দরবারে ফরিয়াদ করছি, হে আল্লাহ! আপনি আপনার প্রিয় আলেম বান্দাকে রহমতের চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নিন। আমীন।

এ জাতীয় আরো সংবাদ

ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলে এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব

নূর নিউজ

বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা

নূর নিউজ

বিএনপির রাষ্ট্র মেরামতের প্রস্তাবনাকে স্বাগত; তবে খোদাভীরু নেতৃত্ব ও ইসলাম সমর্থিত নীতি জরুরী

নূর নিউজ