ফোন বন্ধ, মুরাদ হাসানের খবর জানে না কেউ

বিতর্কিত মন্তব্য ও নারীদের নিয়ে অশোভন বক্তব্য দিয়ে সদ্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান কানাডা ও দুবাই ঢুকতে না পেরে দেশে ফিরে আসেন।

রোববার বিকেল ৪টা ৫৫ মিনিটে এমিরেটসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইট ধরে হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।সেখান থেকে মুরাদ হাসান অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে চলে যান অপরিচিত একজনের গাড়িতে করে।

কিন্তু মুরাদ হাসান এখন কোথায় আছেন, তা কেউ জানে না। নিজের ফোনও বন্ধ রেখেছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে অপরিচিত একজনের গাড়িতে করে চলে যান ডা. মুরাদ। প্রথমে ধারণা করা হয়েছিল, তিনি তার ধানমন্ডির নিজের বাসায় যাবেন। তবে তিনি সেখানে যাননি। পরে শোনা যায় তিনি তার এক ভাইয়ের বাসায় উত্তরায় আছেন। সেখানেও তাকে পাওয়া যায়নি। আমাদের ধারণা তিনি আত্মগোপনেই থাকার সিদ্বান্ত নিয়েছেন। একটি অনলাইন সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কানাডায় ঢুকতে না পেরে বিমানবন্দরের ট্রানজিট এলাকায় বসে দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ডা. মুরাদ যোগাযোগ করেন ভিসার ব্যবস্থা করতে। কিন্তু সেখানেও তিনি ব্যর্থ হন।

তারপর এমিরেটসের ইকে-৫৮৬ নম্বরের ফ্লাইট ধরে দেশে ফিরেন মুরাদ।

উল্লেখ্য, বিভিন্ন টকশো ও অনুষ্ঠানে নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য, নারীদের নিয়ে অশোভন বক্তব্য ও ঢাকাই সিনেমার এক নায়িকার সঙ্গে অডিও ফাঁসের ঘটনায় সোমবার ডা. মুরাদকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। তিনি জামালপুর জেলা ও সরিষাবড়ি উপজেলা আওয়ামী লীগের পদও হারান।

এ জাতীয় আরো সংবাদ

নির্বাচন ঘিরে বিএনপির নতুন কর্মসূচি

নূর নিউজ

দেশ দুর্নীতিবাজেদের অভয়ারণ্যে পরিণত হয়েছে: চরমোনাই পীর

নূর নিউজ

র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সময় লাগবে : পররাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ