ফ্রান্সে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ সমাবেশ

নূর নিউজ প্রতিবেদক: ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে এবং ফ্রান্সের পণ্য বর্জনের দাবীতে আজ ৬ অক্টােবর শুক্রবার বাদ জুমা নবাবগঞ্জ সেকশন বেড়িবাঁধে বিক্ষোভ সমাবেশ করেছে পুরান ঢাকা ইমাম মুসল্লী ঐক্য পরিষদ। বিক্ষোভে রাজধানীর লালবাগ-চকবাজার, হাজারীবাগ ও কামরাঙ্গীরচরের ইমাম ও ওলামাসহ হাজার হাজার মুসল্লী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্স বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে শত শত কোটি মুসলমানদের কলিজায় আঘাত করেছে। তারা বাক স্বাধীনতার দোহাই দিয়ে যা করছে তা চরম নিন্দনীয় জঘন্য অপরাধ। এই অপরাধের জন্য ফ্রান্সকে বিশ্ব মুসলিম উম্মাহর নিকট ক্ষমা চাইতে হবে।
তারা বলেন, আরব রাষ্ট্রগুলো মহানবী (সা.)-এর অবমাননাকারী দেশ ফ্রান্সের পণ্য বয়কট করেছে। বাংলাদেশকেও তাদের সকল পণ্য বয়কট করে অর্থনৈতিক প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। বক্তারা সরকারের প্রতি ফ্রান্সের সাথে সব ধরনের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানান।

সমাবেশে অংশ নেয়া জনতার একাংশ-ছবি নূর নিউজ

নবাবগঞ্জ বড় মসজিদের খতিব মুফতি জুনায়েদ কাসেমীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর ও জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচরের প্রিন্সিপাল আল্লামা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী। আরো বক্তব্য রাখেন, ইসলামবাগ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, লালবাগ মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতী সুলতান মুহিউদ্দিন, মুফতি সাইফুল্লাহ হাবিবী,  মুফতি সোহরাব হোসাইন, বিশিষ্ট বক্তা মুফতি রাফি বিন মনির, মুফতি তানভীর আহমেদ সিদ্দিকী, মুফতি আব্দুর রহমান বেতাগী, মাওলানা আল আমিন আজাদ, মাওলানা আইয়ুব সাদী, ছাত্রনেতা রাতুল আল-ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

কুরআন চর্চা ও হিফজের মানোন্নয়নে বাংলাদেশের বিস্ময়কর উত্থান

নূর নিউজ

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের নিন্দা

নূর নিউজ

মুন্সিগঞ্জে বেদে পল্লীতে আন-নূর হেল্পিং হ্যান্ডের উদ্যোগে খাবার বিতরণ

আনসারুল হক