‘বন্ধু’ তুরস্ককে বিপদে সাহায্য করতে চান জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তুরস্কের বন্ধুত্বপূর্ণ জনগণকে প্রয়োজনীয় সহায়তা করতে প্রস্তুত আছে তার দেশ। তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর এক টুইট বার্তায় এ প্রস্তাব দেন যুদ্ধবিধ্বস্ত দেশটির এ নেতা।

এর আগে সোমবার ভোরে সিরিয়ার সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব তুরস্কের গাজিয়ানটেপ এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ২০০ লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪৪০ জন। এ ছাড়া ধ্বংসস্তূপে আটকে আছেন বহু মানুষ। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সাহায্য পাঠানোর অনুরোধ জানিয়েছে তুর্কি সরকার।

আল-আরাবিয়া জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট টুইটারে বলেন, ‘তুরস্কে ভূমিকম্পে কয়েকশ লোক হতাহতের ঘটনায় আমরা শোকাহত।’

তিনি আরও বলেন, ‘আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, সেইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই পরিস্থিতিতে আমরা আমাদের বন্ধুত্বপূর্ণ তুরস্কের সঙ্গে আছি এবং প্রয়োজনীয় সহায়তা করতে প্রস্তুত ইউক্রেনের জনগণ।’

এ জাতীয় আরো সংবাদ

পরমাণু সমঝোতা বাস্তবায়ন করা হলে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে

নূর নিউজ

আমেরিকা হলো জলদস্যুদের প্রভু: ইরান

নূর নিউজ

বিকাশে অর্থ সহায়তা না পাঠানোর অনুরোধ তুরস্কের রাষ্ট্রদূতের

নূর নিউজ