‘বম্ব সাইক্লোন’: নিউইয়র্কসহ ৫ রাজ্যে জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের গতিতে বইছে হাওয়া। আর তাতে গতি পাচ্ছে তুষার-তাণ্ডব! প্রাকৃতিক এ বিপর্যয়টিকে ‘বম্ব সাইক্লোন’ নামে অভিহিত করছেন আবহাওয়াবিদরা। শনিবার এর সাক্ষী হয়ে রইলেন আমেরিকার পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর অন্তত সাত কোটি বাসিন্দা। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রে বেশ কয়েক দিন ধরে একাধিক তুষারঝড়ের পূর্বাভাস ছিলই। পরে ‘ন্যাশনাল ওয়েদার সার্ভিস’ (এনডব্লিউএস) নিশ্চিত করে, স্থানীয় সময় শনিবার সকালে ঝোড়ো হওয়া শক্তিবৃদ্ধি করে ‘বম্ব সাইক্লোন’-এ পরিণত হয়েছে।

সঙ্গে ব্যাপক তুষারপাত। আবহাওয়াবিদদের মতে, বেশ কয়েক বছর পর এ রকম বরফঝড় দেখল নিউইয়র্ক, বোস্টন ও পার্শ্ববর্তী শহরগুলো।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রচণ্ড ঝড় ও তুষারপাতে হাজার হাজার বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ও পরিবহণব্যবস্থা।

Winter Storm Kenan dumps more than foot of snow in parts of NYC

শনিবার নর’ইস্টার নামে এই প্রবল তুষারপাত ও ঝড় শুরুর আগেই পাঁচটি উপকূলীয় অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কিছু এলাকায় আড়াই ফুট পর্যন্ত বরফ জমেছে। শনিবার রাত নাগাদ এ রাজ্যের ৮০ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।

বোস্টন শহরে শনিবার ২৩ ইঞ্চি পর্যন্ত বরফ পড়েছে— একদিনে এ পরিমাণ বরফের আগে মাত্র একবারই পড়েছিল। নিউইয়র্ক শহরে কোনো কোনো জায়গায় ২ ফুট পর্যন্ত বরফ জমেছে।

ম্যাসাচুসেটস ও নিউইয়র্কে প্রবল তুষারঝড়ের সঙ্গে দেখা দেয় উপকূলীয় বন্যা। লোকজনকে ঘরে থাকতে এবং একান্ত বাধ্য হয়ে রাস্তায় নামতে হলে ‘সারভাইভাল কিট’ অর্থৎ প্রচণ্ড ঠাণ্ডায় বেঁচে থাকার সামগ্রী সঙ্গে রাখতে বলা হয়েছে।

এ ধরনের ঝড়কে স্থানীয়রা বলছেন ‘বম্ব সাইক্লোন।’ যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সার্ভিস বলেছেন, এই ঝড়টির সময় ‘ বম্ব জেনেসিস’ নামে একটি প্রক্রিয়া ঘটেছে, যার ফলে সমুদ্রের ওপরে অপেক্ষাকৃত উষ্ণ বাতাসের সঙ্গে ঠাণ্ডা বাতাস মিশে যায় এবং তাতে বায়ুমণ্ডলের চাপ খুব দ্রুত নেমে যায়।

শনি ও রোববারে প্রায় ৬ হাজার ফ্লাইট বাতিল করা হয়, তবে রোববার ঝড়-তুষারপাত কিছুটা কমে আসে।

এ জাতীয় আরো সংবাদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল

নূর নিউজ

মার্কিন কংগ্রেসে বাইডেনের নিন্দা, ইসরায়েলে অস্ত্র পাঠাতে বিল পাস

নূর নিউজ

যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের বিচারক হলেন ফেনীর নুসরাত

আনসারুল হক