বাঁধা দিয়ে আন্দোলনকে দমানো যাবে না : ফখরুল

কর্মসূচিতে বাঁধা দিয়ে চলমান আন্দোলনকে দমানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি।

হবিগঞ্জে সমাবেশে পুলিশি হামলার ঘটনা তুলে ধরে ফখরুল বলেন, হবিগঞ্জ বিএনপির শক্তিশালী জায়গা। সেজন্য এই জায়গাতে পুলিশ আঘাত করেছে। পুলিশ অতর্কিত বিনা উস্কানিতে নির্বিচারে গুলিবর্ষণ করেছে।

তিনি বলেন, স্পষ্ট করে বলতে চাই এভাবে দমনপীড়ন করে, হত্যা করে, গুম করে কখনোই এই আন্দোলনকে দমন করা যাবে না।

এসময় হবিগঞ্জে বিনা উস্কানিতে বিএনপির সমাবেশে পুলিশি হামলা ও গুলিবর্ষণের ঘটনার জন্য জেলার পুলিশ সুপার এসএম মুরাদ আলী, ওসি মাসুক আলী এবং নাজমুল হাসান দায়ী করে তাদের অবিলম্বে অপসারণ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনারও দাবি জানান ফখরুল।

হবিগঞ্জের গুলিবর্ষনে ঘটনার প্রতিবাদে আগামীকাল (শুক্রবার) সিলেট বিভাগের সকল উপজেলা এবং শনিবার সিলেটের সকল জেলায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব।

এ জাতীয় আরো সংবাদ

‘সরকার নয়, সর্ষে ফুল দেখছে বিএনপি’

নূর নিউজ

নগরীতে ইসলামী আন্দোলনের মশারী বিতরণ অনুষ্ঠান, সরকারেকে পদত্যাগে বাধ্য করে দেশকে সংঘাতের হাত থেকে বাঁচাতে হবে: মাওলানা ইমতিয়াজ

নূর নিউজ

বাংলাদেশের পুলিশের প্রতি জাতিসংঘের আহবান

নূর নিউজ