বাংলাদেশী প্রবাসী আরজুকে রিয়েল হিরো উপাধিতে ভূষিত করল আরব আমিরাত!

সংযুক্ত আরব আমিরাতে রিয়েল হিরো উপাধি পেয়েছেন বাংলাদেশি আঞ্জুমান আরা বেগম আরজু। দেশটির ডিপার্টমেন্ট অব হেলথ অথরিটি (ডিওএইচ) আরজুকে এ উপাধি দেয়।

আঞ্জুমান আরা বেগম আরজু চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের আহাম্মেদ মুক্তারের বড় মেয়ে। তিনি বাংলাদেশি একমাত্র নারী যিনি আবুধাবি হেলথ সার্ভিস কোম্পানি (সিহা) শেখ জায়েদ হেরিটেজ ফেস্টিভ্যাল, সাউথ আল ওয়াদবা মেডিকেল সেন্টারে সর্বোচ্চ সেবা প্রদানকারী হিসেবে প্রশংসিত হন।

জানা যায়, আরজু সাউথ আল ওয়াদবা মেডিকেল সেন্টারে প্রেসেন্ট এক্সেস রিপ্রেজেনটিভের দায়িত্বে রয়েছেন। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে আঞ্জুমানের ভূয়সী প্রশংসা করছেন ভ্যাকসিন সেবা গ্রহণকারীরা। ওয়েবসাইটটিতে তার সেবার গতি, দায়িত্বশীলতা ও একনিষ্ঠতার ব্যাপক প্রশংসা করা হয়। অফিসের সহকর্মী, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরাও তার প্রশংসা করছেন সমানভাবে।

ডিওএইচের সহকারী সচিব ডা. জামাল মোহাম্মদ আল কাবি তার প্রশংসাপত্রে উল্লেখ করেন, করোনাকালীন সময়ে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে আঞ্জুমান আরা দেশটির জাতীয় প্রয়োজনে মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাকে সর্বোচ্চ সেবা প্রদানকারী ও রিয়েল হিরো হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।

এ বিষয়ে আঞ্জুমান বলেন, করোনা মহামারিতে মানুষের সেবায় নিজেকে সম্পৃক্ত করতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি দায়িত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। আমি জানতাম না তারা আমাকে এমন সম্মাননা জানাবে। প্রাতিষ্ঠানিক এই উপাধি পাওয়ায় আমি আনন্দিত ও গর্বিত।

তিনি বলেন, একমাত্র বাংলাদেশি নারী হিসেবে আমি এই সম্মানকে দেশের ইমেজ বৃদ্ধির অংশ হিসেবে মনে করব। আগামীতেও এই সম্মান আমার কাজের স্পৃহা বৃদ্ধির সহায়ক হবে বলে মনে করি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মানুষের সেবায় নিয়োজিত রাখেন।

আবুধাবিতে করোনা মহামারিতে সাধারণ জনগণকে টিকার তৃতীয় ডোজের ক্ষেত্রে সর্বোচ্চ সেবা প্রদান করেন আঞ্জুমান আরা বেগম আরজু।

এ জাতীয় আরো সংবাদ

হেফাজতের মদিনা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

নূর নিউজ

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

নূর নিউজ

মালয়েশিয়ায় ডিটেনশন ক্যাম্পে দাঙ্গায় ৬ রোহিঙ্গা নিহত

নূর নিউজ