বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে ইইউ

বাসস: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সদস্যদের শপথ গ্রহণকে স্বাগত জানিয়েছে।
ইইউ’র উচ্চপদস্থ প্রতিনিধি জোসেপ বোরেল ফনটেল আজ এক বিবৃতিতে বলেছেন “ইইউ নতুন প্রশাসনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য উন্মুখ এবং এই সঙ্কট কাটিয়ে ওঠার প্রয়াসে সমর্থন জানাচ্ছে যা সুশাসন, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া হয়ে ওঠবে বলে আশা করা হচ্ছে।”
তিনি বলেন, বাংলাদেশ এখন ক্রান্তিকালে প্রবেশ করছে। অন্তর্বর্তী সরকারের একটি গুরুত্বপূর্ণ কাজ হবে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের জন্য মাঠ প্রস্তুত করা এবং আন্দোলনকালে প্রাণহানি ও সহিংসতার জন্য দায়ি ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করা।
তিনি আরো বলেন, “এটি গণতান্ত্রিক পথে দেশের অগ্রযাত্রা এবং বাংলাদেশের জনগণ ও তরুণদের আশা-আকাঙ্খার পরিপূর্ণতা লাভের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।”

এ জাতীয় আরো সংবাদ

‘অবশ্যই ইউক্রেন যু’দ্ধ বন্ধ করতে হবে’

নূর নিউজ

ধনী-গরিবের জন্য জ্বালানির দাম দুই রকম করছে পাকিস্তান

নূর নিউজ

পদত্যাগ করতে চলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

নূর নিউজ