বাংলাদেশের নির্বাচন নিয়ে এবার মুখ খুললো ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ‘বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে, সেভাবেই ভোট হবে‒ এমনটাই চাওয়া ভারতের।’

বৃহস্পতিবার (৩ আগস্ট) সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

অরিন্দম বাগচি বলেন, ‘বাংলাদেশের জনগণ যেভাবে চাইবেন, ভোট সেভাবেই হবে। সবকিছু তাঁরাই নির্ধারণ করবেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া সে দেশের মানুষের ইচ্ছানুসারেই হবে। ভারত গভীরভাবে তা পর্যবেক্ষণ করছে। তবে এখনই সে বিষয়ে মন্তব্য করার মতো অবস্থানে ভারত নেই। ভারত চায় সহিংসতা ছাড়া শান্তিপূর্ণ ভোট হোক।’

তবে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন প্রশ্নে কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

এ জাতীয় আরো সংবাদ

নির্বাচন নিয়ে আলোচনা হয়নি : মির্জা ফখরুল

নূর নিউজ

জাতীয় স্মৃতিসৌধে ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা

নূর নিউজ

কওমি মাদরাসার দায়িত্বশীলদের প্রতি মুফতি তাকি উসমানির খোলা চিঠি

নূর নিউজ