বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখবে সৌদি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার অস্থির। তবে এমন বাস্তবতায় বাংলাদেশে তেল সরবরাহ স্বাভাবিক রাখা হবে বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।

বুধবার (১৬ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটে রাজাধানীর সোনারগাঁও হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

ফয়সাল বলেন, তেলের বাজার স্থিতিশীল রাখতে সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ। এখন পর্যন্ত সব সূচকগুলো বলছে, তেলের সরবরাহ নিয়ে শঙ্কার কিছু নেই।

এ ছাড়া দুই দেশের মধ্যে নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে সহযোগিতার ক্ষেত্র আরও প্রসার ঘটাতে চান বলেও জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে তাদের উপস্থিতিতে কাস্টমস ম্যানেজমেন্ট চুক্তি ও বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও বাদশা ফয়সাল ইনস্টিটিউটের সহযোগিতা স্মারক সই হয়।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার (১৫ মার্চ) দুই দিনের সফরে ঢাকায় আসেন ফয়সাল বিন ফারহান আল-সৌদ। আজ (১৬ মার্চ) দুপুরের পর ঢাকা ছাড়বেন তিনি।

এ জাতীয় আরো সংবাদ

অবিলম্বে মাওলানা এহসানুল হককে মুক্তি দিন

আনসারুল হক

শায়েখ ইউসুফ আল কারজাবীর ইন্তেকাল

নূর নিউজ

টিকার সনদ থাকলেই করা যাবে ওমরাহ

আনসারুল হক