কওমি মাদরাসা গড়েছেন বাইডেন প্রশাসনে নিয়োগ পাওয়া জাইন সিদ্দিকীর পরিবার

ময়মনসিংহ প্রতিনিধি: বিস্ময়কর হলেও সত্য, যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসা বাইডেনের প্রশাসনে নিয়োগ পাওয়া সেই জাইন সিদ্দিকী বা তার পরিবারের সহযোগিতায় বাংলাদেশের ময়মনসিংহের নান্দাইলে কওমি মাদরাসা পরিচালিত হচ্ছে। জানা যায়, জাইনের পৈতৃক জায়গাতেই গড়ে ওঠেছে মাহবুব সিদ্দিকিয়া নুরানী হাফিজিয়া কওমি মাদরাসা। মাদরাসার প্রধান মো. আল-আমিন জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার হয়েছেন জেনে শুক্রবার জুমার নামাজের পর মসজিদে দোয়ার আয়োজন করে গ্রামের মানুষকে মিষ্টিমুখ করানো হয়েছে।

যুক্তরাষ্টের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো-বাইডেনের হো’য়াইট হাউস প্রশাসনের ডেপুটি চিফ অব স্টাফ কার্যালয়ের জৈষ্ঠ্য উপদেষ্টা হিসাবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি যুবক নান্দাইলের জাইন সিদ্দিকী। বাংলাদেশি-আমেরিকান হিসাবে যুক্তরাষ্ট্রে মার্কিন প্রশাসনের উচ্চ পদে এর আগে আর কোন বাংলাদেশি নিয়োগ পায়নি।

৩০ বছর বয়সী জাইন সিদ্দিক ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের মোস্তাক আহম্মেদ সিদ্দিক ওরফে মামুন ও কামরুন আবেদীন হেলেনা সিদ্দিক দম্পতির একমাত্র ছেলে। তারা দুজনই যুক্তরাষ্ট্রের চিকিৎসক। ৩২-৩৩ বছর আগে তারা পাড়ি জমান যু’ক্তরাষ্ট্রে। সে’খানেই জন্ম জাইনের।

তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকেন দাদি মাজেদা আক্তারও। নান্দাইলের শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের জাইনের স্বজন ও গ্রাম’বাসী জানান, প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে জো বা’ইডেনের প্রশাসনে এতো বড় গুরুত্বপূর্ণ পদে তার নিয়োগ পাওয়ায় গ্রামের মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে।

সর্বশেষ ২০১৬ সালের এপ্রিলে বাবাকে নিয়ে গ্রামে এসেছিলেন তিনি। সবাই বলছেন, জাইন সিদ্দিকী শুধু নান্দাইলের নন, ময়মনসিংহের গর্ব, বাংলাদেশের গর্ব। গ্রামবাসীর প্রত্যাশা, জাইন গ্রামের মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়াবেন।

জাইন সিদ্দিকের ফুফু রাষ্ট্রপতি আব্দুল হামিদের সহকারী একান্ত সচিব নাহিদ পারভীন মনি বলেন, জাইন যুক্তরাষ্ট্রেই জ’ন্মগ্রহণ করেছে। তার বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। প্রিন্সটন ইউনিভার্সিটি ও ইয়েল ল’ স্কুল থেকে গ্রাজুয়েশন করা জাইন বর্তমানে বাইডেন-কমলা ট্রানজিশন টিমে অভ্যন্তরীণ ও অর্থনৈতিক টিমের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পেয়েছে। জাইন যুক্তরাষ্ট্রে এতো বড় একটি পদে নিয়োগ পাওয়ায় তিনি খুব আনন্দিত জানিয়ে বলেন, আমরা আশাবাদী জাইন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

এ জাতীয় আরো সংবাদ

রাশিয়ার পরমাণু হুমকি: আইসিবিএম পরীক্ষা বাতিল করল আমেরিকা

নূর নিউজ

সদস্যদের জবাবদিহি নিশ্চিত না হলে র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: মার্কিন রাষ্ট্রদূত

নূর নিউজ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়লো ৫১ হাজার একর বন

নূর নিউজ