বাকপ্রতিবন্ধী শিক্ষার্থীদের সম্মানে ঢাকায় আল নূর কালচারাল সেন্টারের ইফতার মাহফিল

সুফিয়ান ফরাবি, নিজস্ব প্রতিবেদক

আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশ শাখার উদ্যোগে বাক প্রতিবন্ধীদের সম্মানে ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২১ মার্চ সংগঠনের পক্ষ থেকে রাজধানীর মাতুয়াইলে অবস্থিত আল-নূর এডুকেশন সেন্টারে এই ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

এতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ১২০ জন বধিরসহ মোট ১৩০ জন অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশের নির্বাহী পরিচালক ও দিনিয়াত বাংলাদেশের প্রধান মুফতি সালমান আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি নোমান কাসেমী।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় আল নূর মসজিদ কমপ্লেক্সের খতিব মাওলানা ইসহাক বলেন, আল নূর কালচারাল সেন্টারের উদ্যোগে আজ আমরা এখানে সবাই একত্রিত হতে পেরেছি। শুরুতে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা আমাদের একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে। আমাদের সকলের স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা। তিনি দুনিয়ার সকলকে সব নেয়ামত দান করে নি। আমাদের একেকজনের কাছে একেক জিনিসের অভাব। কাউকে ধন-সম্পদ দান করার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন, কাউকে পরীক্ষা করেন দারিদ্রতা দিয়ে। ‌ঠিক তেমনি ভাবে কাউকে পঞ্চ-ইন্দ্রিয় দান করার মাধ্যমে কাউকে পরীক্ষা করা হয়, কাউকে না দিয়ে। এটাই মহান সৃষ্টিকর্তার পরীক্ষার পদ্ধতি। ‌
তিনি আরো বলেন, বধির আমাদের মতই মানুষ। এই সমাজের এবং এই রাষ্ট্রের। তারা আল্লাহর সৃষ্টি, আমরা ও আল্লাহর সৃষ্টি। এটাই হল বড় কথা। মানুষের শ্রেষ্ঠত্ব তার আমলে। তার শারীরিক দিক থেকে নয়। সুতরাং মানুষ তারাই যারা আল্লাহকে ভয় করে এবং নেক কাজ করে। সুতরাং বধিরদের অবজ্ঞা না করে সমাজের মূল স্রোতে তাদেরকে নিয়ে আসা সুস্থ সবল মানুষের দায়িত্ব।

ইফতার অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি নোমান কাসেমী। সেই মোনাজাত দোভাষী হিসেবে বধিরদের কাছে অনুবাদ করেন মাওলানা মুস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে শায়খ রাশেদ আল মান্নায়ী ও তার পরিবারের জন্য দোয়া করা হয়।

উল্লেখ্য দীনিয়াত বাংলাদেশের উদ্যোগে আল নূর কালচারাল সেন্টারে বধিরদের জন্য একটি কুরআন শিক্ষা কেন্দ্র বা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকার বাকপ্রতিবন্ধী এসব মানুষজনকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য এই আয়োজন।

এ জাতীয় আরো সংবাদ

পটিয়া মাদ্রাসায় ছাত্রদের ভাঙচুরের ঘটনায় বিভিন্ন সংগঠনের নিন্দা

নূর নিউজ

কাতারে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসীদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

নূর নিউজ

আল্লামা আহমদ শফীর মাগফিরাত কামনায় নিউইয়র্কে দুআ মাহফিল

আনসারুল হক