বাগেরহাটে আন-নূর হেল্পিং হ্যান্ড-এর উদ্যাগে ঈদ উপলখ্যে ফুড-প্যাকেজ বিতরণ

আজ (১লা) মে রবিবার সকাল ১০টায় আন-নূর হেল্পিং হ্যান্ড-এর উদ্যোগে বাগেরহাটের শরণখোলা উপকুলীয় এলাকায় সুবিধাবঞ্চিত অসহায় পরিবারে সেমাই, পোলাও চাল, দুধ, সয়াবিন তৈল,পিয়াজ, মুরগীহ নিত্য প্রয়োজনীয় আইটেম সম্বলিত আন-নূর ঈদুল ফিতর ফুড প্যাকেজ বিতরণ করা হয়।

বিতরণ কাজে অংশ নেন আন-নূর হেল্পিং হ্যান্ড বাগেরহাট জেলা পরিচালক মাওলানা মাহমুদুল হাসান শাহেদী, বিশিষ্ট সমাজকর্মী রাসেল আহমেদ, হাফেজ মানসুরুল ইসলাম,নহেমায়েত পহলান, ছগির হাওলাদার, মোস্তফা,মাসুদসহ একটি স্বেচ্ছাসেবি টিম।

এ জাতীয় আরো সংবাদ

বগুড়ার গোকুলে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর ধর্ষণ মামলায় গ্রেফতার

আনসারুল হক

অতীতে ধর্ষণের সুষ্ঠু বিচার না হওয়ায় ধর্ষণ বন্ধ হচ্ছে না : মাওলানা মিয়াজী

আলাউদ্দিন

আন-নূর হেল্পিং হ্যান্ড-এর উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

আনসারুল হক