দেশের শীর্ষস্থানীয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারায় মুঈনে মুহতামিম (সহ-পরিচালক) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রখ্যাত আলেমেদ্বীন মুফতী জাবের কাসেমী।
নূর নিউজকে তথ্যটি নিশ্চিত করেছেন মুফতি ইমরানুল বারী সিরাজী।
মুফতী জাবের কাসেমী ছিলেন বিশিষ্ট আলেম, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব, এবং মাদরাসাটির প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা নূর হুসাইন কাসেমী রহ. এর সুযোগ্য সাহেবজাদা।
দীর্ঘদিন থেকে দ্বীনি খেদমতে যুক্ত মুফতী জাবের কাসেমী সাহেবের নিয়োগে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্ট মহল।