বাড়তে পারে প্লেনের টিকিটের দাম

বিশ্বের অন্যতম বৃহত্তম আকাশ পরিবহন সংস্থা ডেল্টা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী এড বাস্তিয়ান বলেছেন, জ্বালানি তেলের চড়া দামের কারণে প্লেনের টিকিটের দাম ৫ থেকে ১০ শতাংশ বাড়তে পারে।

এছাড়া চ্যানেল আইল্যান্ডস এয়ারলাইন অরিজিনের প্রধান নির্বাহী নিকো বেজুইডেনহাউট সতর্ক করে বলেন, তেলের মূল্য বৃদ্ধির কারণে বিমানের টিকিটের দাম ২ থেকে ৪ পাউন্ড বাড়তে পারে। খবর বিবিসির।

রাশিয়া ইউক্রেন আক্রমণের পর সৃষ্ট অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম সম্প্রতি ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে দেখা গেছে। মাঝে কিছুটা কমলেও গত বৃহস্পতিবার আবারও তা ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপর উঠেছে। জেট ফুয়েলের বাড়তি দামের কারণে এরই মধ্যে টিকিটের ওপর সারচার্জ বসিয়েছে এমিরেটস, জাপান এয়ারলাইন, এয়ারএশিয়ার মতো বড় উড়োজাহাজ সংস্থাগুলো।

ডেল্টার প্রধান নির্বাহী বিবিসিকে বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ফ্লাইটের একেকটি টিকিটে খরচ বেশি পড়বে সম্ভবত ২৫ ডলারের মতো, যা তেলের বাড়তি দামের ৫ থেকে ১০ শতাংশের মধ্যে। তবে আন্তর্জাতিক ফ্লাইটে এর পরিমাণ আরও বেশি হবে।

জ্বালানি খরচ পোষাতে মার্কিন এই এয়ারলাইনটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটে টিকিটের দাম বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটে সারচার্জ বসানোর পরিকল্পনা করছে।

বেজুইডেনহাউট বলেন, আমরা তেলের দাম উচ্চ পর্যায়ে দেখছি এবং এ কারণে গড় টিকিটের দাম ২ থেকে ৪ পাউন্ড বৃদ্ধি পেলেও বাস্তবসম্মতভাবে তা গ্রহণযোগ্য।

ইউরোপের বৃহত্তম আকাশ পরিবহন সংস্থা রায়ানএয়ারের প্রধান নির্বাহী মাইকেল ও’লেরিও মনে করছেন, তেলের দামে ঊর্ধ্বগতির কারণে এবারের গ্রীষ্মে প্লেন ভাড়াও বাড়তে পারে।

এ জাতীয় আরো সংবাদ

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে নতুন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক

আনসারুল হক

কাতারে আল নূর সেন্টার কর্তৃক পেয়ার মুহাম্মাদকে বিদায়ী সংবর্ধনা

নূর নিউজ

ভিক্ষার থালা নিয়ে দেশে দেশে ঘুরছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী: ইমরান খান

নূর নিউজ