বিজ্ঞাপনযুক্ত  বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ!

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আজ শুক্রবার থেকে সকল  বিদেশি টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ শুক্রবার ক্যাবল অপারেটররা দর্শকদের উদ্দেশে দেওয়া একটি জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সরকারের তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বরের পর বিজ্ঞাপনযুক্ত কোনো বিদেশি চ্যানেলের সম্প্রচার করা যাবে না। সরকারের নির্দেশনা মোতাবেক ক্যাবল অপারেটররা বিজ্ঞাপনযুক্ত  বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ রেখেছে।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক  প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পয়লা অক্টোবর থেকে আমরা সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনা করব। কোনো বিদেশি চ্যানেলে ক্লিনফিড দেখানো না হলে এবং মন্ত্রণালয়, টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন ও ক্যাবল অপারেটর ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে ক্যাবল লাইনে সম্প্রচারের জন্য টেলিভিশনগুলোর নির্ধারিত ক্রমের ব্যত্যয় হলে বা কোনো ক্যাবল অপারেটর আইন ভঙ্গ করে নিজেরা বিজ্ঞাপন, অনুষ্ঠান প্রদর্শন করলে বা আইনের অন্য কোনো ব্যত্যয় ঘটালে সংশ্লিষ্ট চ্যানেল ডাউন-লিংকের অনুমতিপ্রাপ্ত ডিস্ট্রিবিউটরদের এবং ক্যাবল অপারেটরদের ওপরই আইন ভঙ্গের দায় বর্তাবে। শুক্রবার থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এ অবস্থায়  ৩০ সেপ্টেম্বরের পরে দেশে কোনো অবস্থাতেই ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেল চলবে না  বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর সচিবালয়ে ক্যাবল অপারেটরর্স  অ্যাসোসিয়েশন, বিদেশি চ্যানেল ডিস্ট্রিবিউটর, আকাশ ডিটিএইচ এবং  বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এই নিষেধাজ্ঞার কথা জানান।

হাছান মাহমুদ আরও জানিয়েছেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরের ক্যাবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজড করা হবে। ৩০ নভেম্বরের পরে ঢাকা ও চট্টগ্রাম শহরে অ্যানালগ সিস্টেমের ক্যাবল নেটওয়ার্ক  আর কাজ করবে না। পরবর্তীতে সারাদেশে ক্যাবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজড করা হবে বলেও জানান তথ্য মন্ত্রী

এ জাতীয় আরো সংবাদ

৯২ টি ছাড়া অনিবন্ধিত সব নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

নূর নিউজ

রাশিয়ায় বন্ধ হলো বিবিসি, ভয়েস অব আমেরিকা, ডয়চে ভেলের ওয়েবসাইট

নূর নিউজ

পিঁপড়ারা শেখায়! : মুসা আল হাফিজ

নূর নিউজ