বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশনের বিলুপ্তি চায় ইসলামী ঐক্যজোট

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবগুলোকে অগ্রহণযোগ্য ও বিতর্কিত আখ্যায়িত করে অবিলম্বে এসব প্রস্তাব ও কমিশন বিলুপ্তির দাবি জানিয়েছে ইসলামী ঐক্যজোট।

আজ বুধবার মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের ও মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে এমন কিছু প্রস্তাব উত্থাপিত হয়েছে, যা এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম, সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। এই প্রস্তাবনার মাধ্যমে একটি শ্রেণী দেশের ধর্মীয় ভারসাম্য, পারিবারিক কাঠামো ও সামাজিক স্থিতিশীলতাকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র করছে।

বিবৃতিতে তারা বলেন, নারী কমিশনের সুপারিশমালায় মুসলিম উত্তরাধিকার আইন বাতিল করে পৈত্রিক সম্পদে নারী-পুরুষের সমান অধিকারের দাবি জানানো হয়েছে। আমরা মনে করি, মুসলিম পারিবারিক ও উত্তরাধিকার আইন মূলত আল্লাহ তাআলা কর্তৃক কুরআনের বিধান দ্বারা রচিত। এটিকে বাতিল করার অর্থ সরাসরি কুরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়া। এটি শুধু শরিয়তের অবমাননাই নয়, বরং মুসলিম পরিচয়ের মূলে কুঠারাঘাত।

ইসলামী ঐক্যজোটের শীর্ষ নেতৃদ্বয় আরও বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবে বেশ্যাবৃত্তিকে পেশা হিসেবে মূল্যায়ন, বিবাহ ও পারিবারিক ক্ষেত্রে জাতিসংঘ প্রণীত সিডও সনদের বাস্তবায়ন, স্বামী-স্ত্রীর সহজাত খুনসুটিকে ‘বৈবাহিক ধর্ষণ’ আখ্যায়িত করা এবং নারী-পুরুষের পারিবারিক ভূমিকাকে অভিন্নভাবে দেখার প্রস্তাব করা হয়েছে, যা ইসলামী সমাজব্যবস্থাকে বিকৃত করার অপপ্রয়াস ছাড়া আর কিছুই নয়। মূলত, আবহমানকাল ধরে চলে আসা এদেশের পারিবারিক কাঠামো ও ঐতিহ্যকে ভেঙ্গে সভ্যতা বিবর্জিত পশ্চিমা অপসংস্কৃতি প্রতিষ্ঠা করাই কথিত নারীবাদীদের এই অপপ্রয়াস।

বিবৃতিতে তারা বলেন, আমরা নারীবিষয়ক সংস্কার কমিশনের অগ্রহণযোগ্য ও বিতর্কিত প্রস্তাবনা ঘৃণাভরে প্রত্যাখান করছি। অনতিবিলম্বে ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ বিলুপ্তি ও এর প্রতিবেদন বাতিল করতে হবে। একই সঙ্গে সংখ্যাগরিষ্ট মানুষের ধর্মীয় অনুশাসন ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হয়ে, নারী-পুরুষের ন্যায্য ও ন্যায় সঙ্গত অধিকার নিশ্চিত করতে ওলামায়ে কেরামের পরামর্শে প্রয়োজনীয় সংস্কারের পদক্ষেপ গ্রহণ করার দাবী জানাচ্ছি।

এ জাতীয় আরো সংবাদ

শেরপুরে মায়ের ওপর ‘অভিমানে’ কিশোরের আত্মহত্যা

আনসারুল হক

ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ

নূর নিউজ

ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহতদের চার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

আলাউদ্দিন