বিদেশি কূটনীতিকদের ব্রিফ করছেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ঢাকায় নিযুক্ত বি‌ভিন্ন দে‌শের রাষ্ট্রদূত ও হাইক‌মিশনারসহ জা‌তিসংঘ এবং বি‌ভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফ করছেন।

রোববার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে দুপুর পৌনে ১টার পর বিদেশি কূটনীতিকদের ব্রিফ শুরু করেন তিনি।

ধারণা করা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থাসহ অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরবেন।

শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। নতুন সরকার গঠনের চার দিনের মাথায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সেদিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার প্রেক্ষাপট, উদ্দেশ্য, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরনে।

এ জাতীয় আরো সংবাদ

কারো সঙ্গে ঝগড়া হলে কী করবেন?

নূর নিউজ

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি বশিরুল আলম

নূর নিউজ

প্রধানমন্ত্রীকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি দিবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

নূর নিউজ