বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব গ্রহণযোগ্য নয়

জ্বালানি তেলের মূল্য বাড়ার পর এবার বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করছে বিইআরসি। বিইআরসি’র এ দাম বাড়ানোর প্রস্তাব জনজীবনকে চরম অস্বস্তিতে ফেলে দিবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে তা বাতিলের দাবি জানান।

এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, বিদ্যুতের পাইকারি দর প্রায় ২০ শতাংশ বাড়ানোর প্রস্তুতি শেষ করেছে বিইআরসি। যা কোনভাবেই গ্রহনযোগ্র হতে পারে না। গ্যাস সঙ্কটের কারণে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ। আবার প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। সারা দেশে বেড়ে গেছে লোডশেডিং। রাজধানী ঢাকার বাইরে গ্রামাঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। রাজধানীর বিভিন্ন এলাকায় দিনে ৫ থেকে ৬ বার এবং গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ বার লোডশেডিং হচ্ছে। আর আবাসিক এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রান্নার চুলা জ্বলছে না। শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে বিদ্যুতের কারণেই। এর মধ্যে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব কোনভাবেই গ্রহনযোগ্য হতে পারে না।

তিনি বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। সম্প্রতি গ্যাসের দাম বেড়েছে। এরপর জ্বালানি তেলের দাম ব্যাপক পরিমাণে বাড়ানো হয়েছে। করোনা মহামারির ফলে সাধারণ মানুষ এখনও তাদের কোমর সোজা করে দাড়াতে পারেনি। এরমধ্যে সবকিছুর দাম বাড়ানোর ধাক্কা এখনও সামাল দিতে পারছে না সাধারণ মানুষ। এসব দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। সব জিনিসপত্রের দাম আকাশচুম্বি অবস্থা। কোন অজুহাতেই বিদ্যুতের দাম বাড়ানোর কোন যৌক্তিকতা নেই। বিদ্যুতের বাড়ানোর বিইআরসি’র প্রস্তাব নাকচ করে দিতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

ষাটের দশকের গণ আন্দোলনের নেতা রেজা আলীর মৃত্যুতে জাফরুল্লাহ চৌধুরীর শোক

নূর নিউজ

টিকা পেতে চীনের প্ল্যাটফর্মে যোগ দিচ্ছে বাংলাদেশ

আনসারুল হক

জাতীয় নির্বাচনকে উৎসবমূখর করতে সব পক্ষকে চেষ্টা করতে হবে

নূর নিউজ