বিরোধীদের সমাবেশে বাধা দিলে পরিস্থিতি ভয়াবহ হবে : চরমোনাই পীর

বিরোধী দলের সমাবেশে বাধা দিলে পরিস্থিতি ভয়াবহ হবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, বিএনপিসহ বিরোধী দলের আন্দোলনে বাধা প্রদান করলে রাজপথ আরও প্রকম্পিত হবে। সমাবেশে বাধা দিলে আন্দোলন আরও কঠোর হবে।

তিনি আরও বলেছেন, বিরোধী দল দমনে মরিয়া হয়ে ওঠেছে সরকার। প্রশাসন ব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। ৩ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ ঘোষণা করা হয়েছে। সরকার ভয়ে এসব সমাবেশে ঘিরে নানা অপকৌশল গ্রহণ করেছে।

এ জাতীয় আরো সংবাদ

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও সেতু ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী

নূর নিউজ

চাঁদাবাজির চাইতে অধিক মুনাফার কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ

হত্যাকান্ডের ৫দিন অতিবিাহিত হলেও খুনিরা ধরাছোয়ার বাইরে, হাফেজ রেজাউল করীমের খুনিদের দ্রুত গ্রেফতার করে ওলামায়ে কেরামের হৃদয়ে রক্তক্ষরণ বন্ধ করুন: জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ

নূর নিউজ