বিশ্বের সর্ববৃহৎ কোরআন

সাধারণত কাগজ, কাপড় ও পশুর চামড়ার মতো উপাদান দিয়ে পবিত্র কোরআনের বড় আকৃতির অনুলিপি তৈরির প্রচলন রয়েছে। ইসলামের প্রায় পনেরো শ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দুই শ কেজি স্বর্ণের প্রলেপ ও দুই হাজার কেজি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হচ্ছে পবিত্র কোরআনের সর্ববৃহৎ অনুলিপি।

পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান শিল্পী শাহিদ রাসসামের তত্ত্ববধানে এই প্রকল্পের কাজ করছেন চার শতাধিক শিল্পী। দুবাইয়ের উদ্যোক্তা ইরফান মুস্তফার আর্থিক সহায়তায় চলমান কোরআনের প্রকল্পটি ২০২৬ সালের মধ্যে শেষ হওয়ার আশা রাসসামে।

মোট ৮০ হাজার শব্দ ও ৫৫০ ক্যানভাসের সর্ববৃহৎ কোরআনের কপিটি দৈর্ঘ্যে ৮.৫ ফুট এবং প্রস্থে ৬.৫ ফুট। ২০২১ সালে অনুষ্ঠিত দুবাই এক্সপো-২০২০-এর পাকিস্তান প্যাভিলিয়নে সুরা আর রহমান অধ্যায়টি প্রদর্শনীতে রাখা হয়। সৌদি আরব বা কোনো মুসলিম দেশ এই শিল্পকর্মের পৃষ্ঠপোষক হবে—আশা শিল্পী রাসসামের।

এ জাতীয় আরো সংবাদ

আল্লামা শফীর ইন্তেকালে আলনূর কালচারাল সেন্টারের গভীর শোক প্রকাশ

আনসারুল হক

আগামী বছরের শুরুতে তত্ত্বাবধায়কের অধীনে পাকিস্তানের জাতীয় নির্বাচন

নূর নিউজ

বন্যায় বিপর্যস্ত পাকিস্তান: বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জাতিসংঘের

নূর নিউজ