বিশ্ব ইজতেমার ময়দানে অতিরিক্ত পুলিশ মোতায়েন

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার খালি ময়দানের গেটে হঠাৎ করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে পুলিশ জানায়। বুধবার বেলা সাড়ে ১১টায় হঠাৎ করে বিপুল পরিমাণ পুলিশ ও এপিবিএন সদস্য ময়দানে মোতায়েন হয়।

জানা যায়, মঙ্গলবার শূরায়ে নেজামের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা সমাপ্ত হয়। এরপর জোড় ইজতেমায় অংশগ্রহণকারীরা ময়দান ছাড়া শুরু করে। আজও ময়দান থেকে মুসল্লিরা চিল্লার দায়িত্ব পালন করতে দেশ-বিদেশে যাওয়ার জন্য পর্যায়ক্রমে বেরিয়ে যাচ্ছেন। এ সময় হঠাৎ করে বেলা সাড়ে ১১টার দিকে বিপুলসংখ্যক পুলিশ ও এপিবিএন সদস্য ময়দানে আসে। তারা ময়দানের সব গেটের সামনে ও বাইরে অবস্থান নেয়। বিশেষ করে বিদেশি খিত্তার সামনে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত ঘাঁটি করে।

বিশ্ব ইজতেমায় অবস্থান করা হবিগঞ্জ জেলার সদর থানার করগাঁও এলাকার আজুল মিয়া (৮৫) জানান, পাঁচ দিনের জোড়ে এসেছিলাম। শনি-রোববারের মধ্যে চিল্লায় ফরিদপুর যাব।

বিদেশি খিত্তার ২নং গেটে পাহারার দায়িত্বে থাকা আবু সিদ্দিক (৬৬), আনোয়ার হোসেন (৭৩), আনোয়ার হোসেন (৬২) যুগান্তরকে বলেন, জোড় ইজতেমা শেষে মাল-সামানা গোছানোর কাজ করছি। কাজ শেষে দাওয়াতি কাজে বেরিয়ে পড়ব। বাড়তি নিরাপত্তার বিষয়ে জিজ্ঞাসা করলে তারা কিছু জানেন না বলে জানান।

নিজামুদ্দীন মার্কাজের অনুসারী তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, আমরা তুরাগ নদীর পশ্চিম তীরে মাসোয়ারা করছি। ২০ ডিসেম্বর থেকে ইজতেমা ময়দানে আমাদের জোড় ইজতেমা শুরু হবে। সে বিষয়ে মাসোয়ারা চলছে। হয়ত জুবায়েরপন্থিরা পুলিশকে মিথ্যা খবর দিতে পারে যে, আমরা ময়দান দখল করব।

এ বিষয়ে শূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান যুগান্তরকে বলেন, সাদপন্থিরা ২০ ডিসেম্বর থেকে ৫ দিনের জোড় ইজতেমা করতে চায়। অথচ সরকারিভাবে বলা হয়েছে, ৪ ফেব্রুয়ারি তারা দ্বিতীয় পর্ব করতে ময়দান বুঝে নিবে।

ইজতেমা ময়দানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের বিষয়ে তিনি বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত বিষয়কে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সেজন্য হয়তো অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার এসআই আসাদুজ্জামান যুগান্তরকে বলেন, সিনিয়র অফিসারদের নির্দেশে আমরা এসেছি। প্রায় ৭০-৮০ জন পুলিশ ও এপিবিএন সদস্য ইজতেমা ময়দানের নিরাপত্তার দায়িত্বে আছি।

হঠাৎ করে অতিরিক্ত নিরাপত্তা কেন? জানতে চাইলে তিনি বলেন, এটা আমরা জানি না, সিনিয়র অফিসাররা বলতে পারবেন।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান যুগান্তরকে বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

মিশরের আল-আজহারে সবার জন্য পড়ালেখার সুযোগ

নূর নিউজ

মাদ্রাসার খোলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে আলেমদের বৈঠক

নূর নিউজ

ভিসা পেয়েও লন্ডনে যেতে পারছেন না আজহারী, ৪ দিন অপেক্ষা করবেন কাতারে

নূর নিউজ