বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ওবায়দুল কাদের

বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ (১৪ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে তিনি বিএসএমএমইউর ৩১২ নম্বর কেবিনে ভর্তি হয়েছেন।

হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান জানান, ঠাণ্ডা ও মৃদু শারীরিক সমস্যার কারণে চেকআপের জন্য বিএসএমএমইউতে ভর্তি হয়েছেন।

এদিকে সেতু বিভাগের গণসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ জানান, করোনার বুস্টার ডোজ নেওয়ার পর ওবায়দুল কাদেরের শরীরে সামান্য জ্বর অনুভূত হলে তাকে রুটিন চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তার চেকআপ চলছে।

ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দলের পক্ষ থেকে দেশবাসীর দোয়া কামনা করা হয়েছে।

এর আগে ২০১৯ সালের ৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউয়েই ভর্তি হয়েছিলেন কাদের। পরে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।

এ জাতীয় আরো সংবাদ

ইসলামই মানবতার মুক্তির একমাত্র ঠিকানা: মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

নূর নিউজ

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কে এই কাজী হাবিবুল আউয়াল?

নূর নিউজ

দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই: পীর সাহেব চরমোনাই

নূর নিউজ