ব্যাংকে থেকে টাকা তুলে ঘরে রাখলেতো চোরে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে যশোরে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, অনেকে বলে ব্যাংকে টাকা নেই, এ কথাটা মিথ্যা। ব্যাংকগুলোতে যথেষ্ট টাকা রয়েছে। তারপরও কেউ কেউ বিশ্বাস না করে ব্যাংক থেকে টাকা তুলছে। ব্যাংকে থেকে টাকা তুলে ঘরে রাখলেতো চোরে নিয়ে যাবে।
তিনি বলেন, কেউ কেউ রিজার্ভ নিয়েও কথা বলে। রিজার্ভের কোন সমস্যা নাই। রেমিট্যান্স আসছে। বিদেশ থেকে বিনিয়োগ আসছে। আমদানি ও রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে।
শেখ হাসিনা বলেন, বৈশ্বিক মন্দায় অন্য দেশগুলো যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী আছে।
এ সময় দক্ষিণাঞ্চলের মানুষকে আগামী দিনে আরও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আপনারা সুযোগ দিলে আগামী দিনেও উন্নয়ন করবো। কাজেই ওয়াদা দেন, আগামীতে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।