এনামুল হাসান: ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নির্মমভাবে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা ও করোনাভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে আগামীকাল ১৫ আগষ্ট রবিবার কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে ব্রাক্ষণবাড়িয়া জেলার সকল কওমী মাদ্রাসায়।
এদারায়ে তালিমিয়্যাহ (দ্বীনি শিক্ষাবোর্ড) ও ব্রাক্ষণবাড়িয়ার শীর্ষ উলামায়ে কেরামদের উদ্যোগে এই কোরআন খতম ও বিশেষ দোয়া ব্রাক্ষণবাড়িয়া জেলার সকল কওমী মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।
বাদ আসর জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসাসহ সকল মাদ্রাসায় কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় এদারায়ে তালিমিয়্যাহ ব্রাক্ষণবাড়িয়া ও ব্রাক্ষণবাড়িয়া শীর্ষ উলামায়ে কেরাম জেলার সকল কওমী মাদ্রাসায় (৩হাজার) কোরআন খতমের উদ্যোগ নিলেও তা বৃদ্ধি পেয়ে এখন (৫ হাজার) কোরআন খতম আদায় করা হবে।
উক্ত দোয়া অনুষ্ঠান যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী মুবারকুল্লাহ।