শুক্রবার (২৫ মার্চ) ভারতের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেন যোগী আদিত্যনাথ। দ্বিতীয়ার ক্ষমতায় এসে তিনি পূর্ণ মন্ত্রী, প্রতিমন্ত্রী মিলিয়ে ৫২ জনের মন্ত্রিসভা গঠন করেছেন। বিশাল আকারের মন্ত্রিসভায় একমাত্র মুসলিম প্রতিনিধি হিসেবে ঠাঁই পেয়েছেন দানিশ আজাদ আনসারি।
দানিশ দীর্ঘদিন ধরে বিজেপি করেন। তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ঘনিষ্ঠ। নির্বাচিত বিধায়ক না হওয়ায় দানিশকে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে হলে ছয় মাসের মধ্যে বিধানসভা কিংবা বিধানসভা পরিষদের সদস্য নির্বাচিত হয়ে আসতে হবে।
২০১৭ সালে যোগী সরকারে মাত্র একজন মুসলিম ছিলেন। সেই মহসিন রাজাকে এবার মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়নি, তিনি নির্বাচনের টিকিটও পাননি। এমনকি এবারের নির্বাচনে বিজেপি কোনো মুসলমানকে মনোনয়ন দেয়নি। বিজেপির শরিক দল থেকে মাত্র একজনকে মনোনয়ন দেওয়া হয়, নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন।
৩২ বছর বয়সী দানিশ বালিয়া বসন্তপুরের বাসিন্দা। বালিয়া থেকে প্রাথমিক পড়াশোনা শেষে লখনউ বিশ্ববিদ্যালয় থেকে বি.কম পাশ করেন। তারপর কোয়ালিটি ম্যানেজমেন্ট এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স করেছেন।
২০১৭ সালে তাকে রাজ্য মন্ত্রীর মর্যাদা দিয়ে উর্দু ভাষা কমিটির সদস্য করে বিজেপির সংখ্যালঘু ফ্রন্টের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
বিজেপির প্রতি মুসলিম যুবকদের আগ্রহ বৃদ্ধিতে তার সক্রিয় ভূমিকা রয়েছে। এ ছাড়া দলের শীর্ষ নেতৃত্বের প্রতি তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই দুই গুণ তার মন্ত্রীপদ প্রাপ্তির মূল কারণ বলে মনে করা হচ্ছে। এর আগের মন্ত্রীসভার মুসলিম মুখ মহসিন রাজা দলের সামনে প্রায়ই নিজের মত তুলে ধরতেন, যার ফলে অস্বস্তিতে পড়তে হত গেরুয়া শিবিরকে।
এবারের বিধানসভায় ৩৬ জন মুসলমান বিধায়ক নির্বাচিত হয়েছেন। তারা সবাই সমাজবাদী পার্টির। অবশ্য গত নির্বাচনে মুসলিম বিধায়ক ছিলেন ৩৪ জন। ২০ শতাংশের বেশি মুসলিম জনসংখ্যার রাজ্যে মোট ৪০৩ বিধায়কের মধ্যে নবনির্বাচিত মুসলিম বিধায়কদের হার ৮.৯৩ শতাংশ। তবে মুসলিম ভোট নানা দলে বিভক্ত না হলে অন্তত ৮০ জন মুসলিম বিধায়ক থাকত এই রাজ্যে।
এবারের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি ৬৪ জন মুসলিম প্রার্থীকে মনোনয়ন দিয়েছিলো। বিএসপির মুসলিম প্রার্থী ছিলো ৮৮ জন এবং কংগ্রেস ৭৫ আসনে মুসলিম প্রার্থী দিয়েছিলো। অন্যদিকে হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএমও ৬০ টিরও বেশি কেন্দ্রে প্রার্থী দেয়।