ভারতের ওয়াকফ বিল মুসলিমদের ধর্মীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান : জমিয়ত

ভারতে ওয়াকফ বিল পাস ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, “বিশ্বের মুসলিম উম্মাহর বিরুদ্ধে যেকোনো অন্যায়ের প্রতিবাদে জমিয়ত সবসময় সোচ্চার থেকেছে, আগামীতেও থাকবে। গাজায় নারী-শিশুসহ নিরীহ মানুষদের হত্যা মানবতাবিরোধী অপরাধ। অন্যদিকে ভারতের ওয়াকফ বিল মুসলিমদের ধর্মীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”

তিনি দেশের জনগণকে দলমত নির্বিশেষে এ ধরনের মানবিক ও ধর্মীয় ইস্যুতে একত্রিত হওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ শেষে একটি বিশাল গণমিছিল বের করা হয়, যা পল্টন থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে হাজারো মানুষ অংশগ্রহণ করে এবং বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে প্রতিবাদ জানায়।

সমাবেশে উপস্থিত ছিলেন জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মুফতি মকবুল হোসাইন কাসেমী, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা জাবের কাসেমী, মাওলানা তালহা ইসলাম, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা রুহুল আমিন নগরী, রিদওয়ান মাযহারী ও কাউসার আহমদ-সহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ

এ জাতীয় আরো সংবাদ

নামাজে গিয়ে রিকশা হারানো তাজুল ইসলামকে রিক্সা দিয়েছেন চরমোনাই পীর

নূর নিউজ

‘বদর যুদ্ধের বিজয় কেয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য অনুকরণীয় মডেল’

আনসারুল হক

১২ মে সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি, ৫ দিন সব রিসোর্ট বন্ধ

নূর নিউজ