ভা*র*ত বাংলাদেশে পানি আগ্রাসন চালাচ্ছে : ইসলামী আন্দোলন মহাসচিব

ভারতের পানি আগ্রাসনসহ ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ২ জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর গণমিছিল সফলে জেলা ও থানায় থানায় যৌথসভা ও প্রস্তুতি সভা চলছে। আগামী ২ জুলাই শনিবার বিকাল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে জমায়েতশেষে গণমিছিল অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই পোস্টার, লিফলেট ও ব্যানারের মাধ্যমে প্রচারণা শুরু হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে গণমিছিল প্রস্তুতি নিয়ে এক পর্যালোচনা সভা দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারি মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব হারুন অর রশিদ প্রমূখ।

দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ভারত বাংলাদেশের কল্যাণ চায় না। তারা শুস্ক মওসুমে পানি আটকে রাখে এবং ভরা মওসুমে বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশে পানি আগ্রাসন চালায়। সরকারের নতুজানু নীতির কারণে ভারতের সাথে সৃষ্ট সমস্যার সমাধান হচ্ছে না। কাজেই ভারত বাংলাদেশের বন্ধ হতে পারে না।

ঢাকা মহানগর দক্ষিণের যৌথসভা অনুষ্ঠিত : ২ জুলাই অনুষ্ঠিতব্য গণমিছিল সফলের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে থানা ও মহানগর দক্ষিণের যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ডা. শহিদুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, মুফতি আব্দুল আহাদ, আলহাজ্ব নজরুল ইসলাম খোকন প্রমুখ।

সভায় গণমিছিল সফলে ব্যাপক পর্যালোচনাশেষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। গণমিছিলকে জনসমূদ্রে পরিণত করার লক্ষ্যে ব্যাপক দাওয়াতী কার্যক্রম পরিচালনা এবং তদারকির সিদ্ধান্ত নেয়া হয়।

এ জাতীয় আরো সংবাদ

শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরও ৪ উপদেষ্টা

নূর নিউজ

পঞ্চগড়ে কাদিয়ানী সম্মেলন বন্ধের দাবী হাটহাজারী মাদ্রাসার মহা-পরিচালক আল্লামা ইয়াহইয়ার

নূর নিউজ

লকডাউনের প্রজ্ঞাপন জারি

আলাউদ্দিন