মজলিসে দাওয়াতুল হকের মারকাজি ইজতেমা শনিবার

প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে মজলিসে দাওয়াতুল হকের ২৮তম মারকাজি ইজতেমা।

আগামী ৫ নভেম্বর (শনিবার) রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়ায় (যাত্রাবাড়ী বড় মাদরাসা) এ ইজতেমা অনুষ্ঠিত হবে।

মারকাজি ইজতেমায় হারদুয়ী হযরতের খলিফাগণ উপস্থিত থাকবেন। এছাড়াও দেশ-বিদেশের আলেম, পীররা উপস্থিত থাকবেন।

মজলিসে দাওয়াতুল হক মহানবী সা.-এর জীবন, আদর্শ ও সুন্নত চর্চার একটি বিশেষ কেন্দ্র। এর মাধ্যমে দেশব্যাপী সাধারণ মানুষকে আজান, ইকামত, নামাজ, অজু ও জানাজায় সুন্নতের ব্যবহারিক প্রয়োগ-পদ্ধতি শেখানো হয়। দিনব্যাপী ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

এ জাতীয় আরো সংবাদ

যেভাবে রাষ্ট্রপতি হন সাহাবুদ্দীন আহমদ

নূর নিউজ

চীনা ঋণ পরিশোধের সময় ৩০ বছরে নিতে চায় সরকার

নূর নিউজ

মানুষকে ঘরের দরজা খুলে ঘুমোনোর সুযোগ করে দিবেন গাজীপুরের মেয়র

আলাউদ্দিন